ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জঙ্গিবাদ মুক্ত উন্নত দেশ গড়ার প্রতিজ্ঞা প্রধানমন্ত্রীর

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
জঙ্গিবাদ মুক্ত উন্নত দেশ গড়ার প্রতিজ্ঞা প্রধানমন্ত্রীর মহাসমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশকে জঙ্গিবাদ ‍ও সন্ত্রাসমুক্ত উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় দাঁড়িয়ে এ প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, এদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান হবে না।

জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের ৮ বছরের উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরেন। এ সময় তিনি সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ, প্রকল্প, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও সফলতার চিত্র হাজির করেন।

শেখ হাসিনা বলেন, ২০০৮ সালের নির্বাচনে আমাদের ইশতেহার নিয়ে অনেকে হাসি-ঠাট্টা করেছিলো। ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবে পরিণত হয়েছে। আমরা যা বলি তা করি। আমরা কথায় না, কাজে বিশ্বাসী। আমরা বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয়েছে। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নিয়েছি। দারিদ্র্যের হার কমিয়ে ২২ ভাগে নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য আরও ৭/৮ ভাগ কমিয়ে ১৫ ভাগে নিয়ে আসা। আজ দেশে বিদ্যুৎ নিয়ে হাহাকার নেই। ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছি। আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো এটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের স্থান হবে না এটাই আজকের দিনে প্রতিজ্ঞা করছি।
 
আওয়ামী লীগের এ জনসভায় দুপুর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জনতার স্রোত নামতে থাকে। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। দুপুর ২টার পর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। এ সময় রাস্তায় যান চলাচলও বন্ধ হয়ে যায়। ফলে রাজধানী জুড়ে তৈরি হয় বিশাল যানজট।

রাজধানীর মতিঝিল থেকে প্রেসক্লাবমুখী রাস্তা, কাকরাইল, মগবাজার, শাহবাগ হয়ে ফার্মগেট, বিজয় সরণি, অ্যালিফ্যান্ট রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর রোডসহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় এসব সড়কে যানবাহন আটকে থাকে। যাত্রীদের অনেকেই যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওয়ানা হন।

আরও পড়ুন:

** বিএনপি-জামায়াত জঙ্গিদেরও উস্কে দিচ্ছে
** কথায় না কাজে বিশ্বাস করি, যা ওয়াদা করি তা পালন করি
** খালেদা এতিমের টাকা মেরে খেয়েছেন
** ‘ট্যাংক’ নিয়ে জনসভায় হাজির জাহাঙ্গীর মুন্সী
** জাতির পিতা যুদ্ধাপরাধের বিচার শুরু করেছিলেন
** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে উত্তাল সোহরাওয়ার্দী-টিএসসি

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসকে/এমইউএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।