ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত মাওলানা ফরিদ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাওলানা ফরিদের বাড়ি উপজেলার বেতমোর গ্রামে।

তিনি স্থানীয় বেতমোর আশরাফুল উলুম সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল।

নিহত ব্যক্তির ছেলে শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বাবার সঙ্গে মামা হাবিবুর রহমানের বিরোধ চলে আসছিল। সোমবার রাতে পাশের মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন বাবা। এসময় পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা মামা ও মামাতো ভাই নাসির উদ্দিন বাবাকে কুপিয়ে জখম করেন। এ অবস্থায় বাবাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য বাবাকে মঙ্গলবার রাজধানীর একটি হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা যান তিনি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থায় নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এজি /এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।