তিনি বলেন, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার অন্যতম প্রধান প্রবেশদ্বার যশোর। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ব্যবসা-বাণিজ্যের প্রায় ৫০ ভাগ যশোরের বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে হয়ে থাকে।
বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় যশোরে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এসব কথা বলেন।
ভিসা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, নড়াইল জেলা আওয়ামী লীগ সভাপতি সুভাষ বোস, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত দাস শান্ত, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রধান জেনারেল ম্যানেজার সুজিত কুমার ভার্মা, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার আঞ্চলিক প্রধান অভিজিৎ চক্রবর্তী প্রমুখ।
এসময় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) রঞ্জন কুমার মণ্ডল, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি চিফ অপারেটিং অফিসার কে. রাম কিশোর, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার খুলনা শাখার ম্যানেজার মানিক চক্রবর্তীসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
ইউজি/এসআই