ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোটারি ক্লাব অব গ্র্যান্ড খুলনার অভিষেক

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
রোটারি ক্লাব অব গ্র্যান্ড খুলনার অভিষেক কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করছেন অতিথিরা/ ছবি মানজারুল ইসলাম-বাংলানিউজ

খুলনা: রোটারি ক্লাব অব গ্র্যান্ড খুলনার ১ম অভিষেক ও চার্টার সার্টিফিকেট দেওয়া হয়েছে। বুধবার ( ১১ জানুয়ারি ) রাতে খুলনা ক্লাবে জমকালো আয়োজনের মাধ্যমে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি রোটারিয়ান মুক্তি কুমার দাসের সভাপতিত্বে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক গভর্ণর রোটারিয়ান মো. আইউব।

স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান সামিউল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের সদ্য বিদায়ী সভাপতি রোটারিয়ান সওকত হোসেন ও ডিস্ট্রিক লিডার সৈয়দ আবু সাঈদ।

বক্তারা বলেন, রোটারিয়ানরা সমাজে সুবিধা বঞ্চিত মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন। বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে কীভাবে একটি প্ল্যাটফর্মে এসে সমাজকে সেবা করা যায় তা রোটারিয়ানরা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছেন। আমাদের নিজ নিজ সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা যদি কাজ করি, দেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে নতুন সদস্যদের রোটারি পিন পরিয়ে ও অতিথিদের ক্রেস্ট দেওয়া হয়।

অভিষেক অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিশেষজ্ঞ চিকিৎসক ও রোটারি ক্লাব অব গ্র্যান্ড খুলনার ভাইস প্রেসিডেন্ট ডা. তাহসির মাকসুমসহ শিল্পীরা।

পরে নৈশভোজ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।