ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে নকল কসমেটিক্স কারখানা মালিককে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
দিনাজপুরে নকল কসমেটিক্স কারখানা মালিককে জরিমানা দিনাজপুরে নকল কসমেটিক্স কারখানা মালিককে জরিমানা-ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুর শহরের দুই নম্বর নিউটাউন এলাকার নকল কসমেটিক্স তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার ও কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. যোবায়ের হোসেন এ অভিযান পরিচালনা করেন।

যোবায়ের হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে বিকেলে ওই কারাখানায় অভিযান চালানো হয়।

এসময় বিপুল পরিমাণ মালামাল উদ্ধার ও কারাখানা মালিককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

পরে উদ্ধারকৃত মালামাল ধ্বংস করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।