ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামগতিতে ৩ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
রামগতিতে ৩ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস রামগতিতে ৩ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস-ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে জব্দকৃত প্রায় তিন লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে আলেকজাণ্ডার বাজার এলাকায় জব্দকৃত জাল ধ্বংস করা হয়।

এর আগে সকালে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে।

এসময় উপস্থিত ছিলেন- রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফি কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস ছোবাহান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান প্রমুখ।

রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন বাংলানিউজকে জানান, সকালে অভিযান চালিয়ে তিনটি বেহুন্দি জাল (মশারি জাল বিশেষ) জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।