বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৬২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মতামত ব্যক্ত করেন।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের দেশ।
ছয় মাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৬টি ক্যাডারের (জুডিশিয়াল সার্ভিসের ৩ জন কর্মকর্তাসহ ) মোট ৩৩০ জন মাঠ পর্যায়ের নবীন কর্মকর্তা অংশ নেন। যার মধ্যে ১০৬ জন নারী প্রশিক্ষণার্থী রয়েছেন। পরে মন্ত্রী ৪৯২ জন প্রশিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করেন ও মেধা তালিকায় ৫০ জনকে মেডেল প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর ড. এম আসলাম আলম।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
বিএস