ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১ অক্টোবর হচ্ছে ‘জাতীয় বিমা দিবস’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
১ অক্টোবর হচ্ছে ‘জাতীয় বিমা দিবস’

ঢাকা: বছরের ১ অক্টোবরকে ‘জাতীয় বিমা দিবস’ করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ ম‍ুজিবুর রহমান এদিনে বিমা করেছিলেন বলে দিনটিকে স্মরণীয় করে রাখতে জাতীয় বিমা দিবস ঘোষণা করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯৬০ সালের ১ অক্টোবর আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বিমা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ কারণে দিনটিকে বিমা দিবস করতে মন্ত্রণালয়ে আবেদন জানায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআই) এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এ আবেদনের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় উদ্যোগটি নিচ্ছে।


বিমা সংশ্লিষ্টরা বলছেন, বিমা শিল্প সর্ম্পকে সাধারণ মানুষের এখনো নেতিবাচক ধারণা রয়েছে। ধারণা পরিবর্তন ও জনসচেতনতা গড়তে বিমা মেলার পাশাপাশি বিমা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে মানুষ বিমা সর্ম্পকে ভালোভাবে জানতে পারার পাশাপাশি সচেতনও হতে পারবেন।

 

 
বাংলাদেশ  সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এমএফআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।