এ দিকে আসামি তসলিমের দেয়া তথ্য মোতাবেক বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শহরতলী বয়রা এলাকা থেকে আরেক আসামি কাজলকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল মামলার তদন্তকারী কর্মকর্তা ও ৩নং পুলিশ ফাঁড়ির টিএসআই হাবিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ঈদের সময় তসলিমকে ফরহাদ ও তার লোকজন মারপিট করেছিল। পূর্ব শত্রতার জের ধরে মূলত এর প্রতিশোধ নিতেই বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ফরহাদ হোসেনকে হত্যা করে তসলিম।
পরে গত সোমবার (৯ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামি তসলিমকে গ্রেফতার করা হয়। পরদিন তসলিম আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বলে জানান টিএসআই হাবিবুর রহমান।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এমএএএম/এসআরএস/আরআই