ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে খাবার খেয়ে অর্ধশত শিক্ষার্থী অসুস্থ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
না.গঞ্জে খাবার খেয়ে অর্ধশত শিক্ষার্থী অসুস্থ

ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় দুপুরের খাবার খেয়ে অর্ধশত মাদ্রাসা শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদ্রসায় এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ৩০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে- সোলাইমান (১১), শাকিব (১২), আবু সাঈদ (১০), মহিউদ্দিন (১২), মোহনা আক্তার মুন্নি (১৩) ও সামিয়া আক্তার (১০)। প্রাথমিকভাবে অন্যদের পরিচয় জানা যায়নি।

মাদ্রাসার শিক্ষক মো. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, প্রতিদিনের মতো ছোট মাছ এবং ডাল দিয়ে দুপুরের খাবার শুরু করে শিক্ষার্থীরা। খাওয়ার একপর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে থেকে ৬ জন বমি শুরু করে। এভাবে একে একে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

ডালের ক্রুটির কারণে তারা অসুস্থ হতে পারে বলে তিনি ধারণা করছেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মইনুল হক খান জানান, খাবার খেয়ে অসুস্থ হওয়ার খবর আমরা জেনেছি। পাকস্থলী ওয়াশ করে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এজেডএস/ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।