ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে পাখি শিকারে গিয়ে যুবক গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
ফরিদগঞ্জে পাখি শিকারে গিয়ে যুবক গুলিবিদ্ধ

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সেকদী গ্রামে পাখি শিকার করতে গিয়ে অসাবধানে সঙ্গীর ছোড়া গুলিতে মো. শরীফ হোসেন (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। গুলিবিদ্ধ শরীফকে গুরুতর অবস্থায় প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় সেকদী গ্রামের গাউজুল আজম মাদ্রাসা সংলগ্ন ডাকাতিয়া নদীতে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শরীফ হোসেন বালিথুবা ইউনিয়নের লোহাগড় গ্রামের ইউসুফের ছেলে।

তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

ওই গ্রামের রাসেল মজুমদার বাংলানিউজকে জানান, সেকদী গ্রামের তপাদার বাড়ির শফিউদ্দিনের ছেলে জসিম উদ্দিন ঢাকায় ব্যবসা করেন। বৃহস্পতিবার বিকেলে জসিম, তার গাড়ি চালক ও শরীফ হোসেনকে নিয়ে ডাকাতিয়া নদীতে পাখি শিকার করতে যান। এ সময় জসিম বন্দুকে গুলি ভরে পাখি শিকারের প্রস্তুতি নেওয়ার সময় অসতর্ক অবস্থায় ট্রিগারে চাপ দিলে শরীফের পিঠে গুলি লাগে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

ওই হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মো. নামজমুল বাংলানিউজকে জানান, আহত শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আলম বাংলানিউজকে জানান, খবর পেয়ে সন্ধ্যায় জসিম উদ্দিনের বাড়িতে যায় পুলিশ। এসময় তাদের ঘর তালাবদ্ধ ছিল এবং বাড়িতে কেউ ছিল না।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।