ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলার উন্নয়নে অবাক বিশ্ববাসী

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
বাংলার উন্নয়নে অবাক বিশ্ববাসী বাংলার উন্নয়নে অবাক বিশ্ববাসী-রেলমন্ত্রী-ছবি: বাংলানিউজ

চান্দিনা (কুমিল্লা): রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখনই উন্নয়নের জোয়ার ঘটে। বিগত সাত বছর দেশের প্রতিটি ক্ষেত্রের উন্নয়ন দেখে অবাক হয়েছে বিশ্ববাসী।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার অম্বরপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা ও বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ খাতের উন্নয়ন সম্পর্কে মন্ত্রী আরও বলেন, আগামী ছয় মাসের মধ্যে চান্দিনা উপজেলার শতভাগ পরিবার বিদ্যুৎ পাবে এবং এক বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলীর সভাপতিত্বে সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, জেলা প্রশাসক জাহাংগীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জাকারিয়া, পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা  পরিষদ ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক  সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম প্রমুখ।

পরে মহিচাইল ইউনিয়নের অম্বরপুর-মনিপুর ও পেরিয়া গ্রামে এক কোটি ৪৮ লাখ ১৯ হাজার টাকা ব্যয়ে দুই দশমিক ৮৮ কিলোমিটার এলাকার ২৫২টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।