ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৪ দিনেও খোঁজ মেলেনি সাদুল্যাপুরের নিখোঁজ ৪ নেতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
৪ দিনেও খোঁজ মেলেনি সাদুল্যাপুরের নিখোঁজ ৪ নেতার

গাইবান্ধা: নিখোঁজ হওয়ার চারদিন পার হলেও খোঁজ মিলছে না গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আওয়ামী লীগের তিন ও যুবদলের এক নেতার।

এদিকে, তাদের খুঁজে না পেয়ে চরম উৎকণ্ঠা আর আতঙ্কে দিন কাটছে চার পরিবারের সদস্যদের।

নিখোঁজ নেতারা হলেন- সাদুল্যাপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও তিন নম্বর দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোয়ারুল হাসান জিম মণ্ডল (৩৮), নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম প্রিন্স (৩০), দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদেক (৩৭) এবং নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলা (৩৩)।

    

নিখোঁজ ব্যক্তিদের পরিবারের দাবি, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তাদের আটক করার ব্যাপারে কিছু বলতে পারছে না জেলার পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।

এদিকে, এ ঘটনায় নিখোঁজদের পরিবারের পক্ষ থেকে বুধবার (১১ জানুয়ারি) বিকেলে সাদুল্যাপুর থানায় পৃথক দু’টি অভিযোগ করা হয়েছে।

দ্রুত নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস।

ওসি জানান, থানায় দু’টি লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি এরই মধ্যে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের অবগত করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে পুলিশ কাজ করে যাচ্ছে।

নিখোঁজ মনোয়ারুল হাসান জিমের বাবা গোলাম মোস্তফা ডিপটি মণ্ডল জানান, সোমবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে সাদুল্যাপুর শহর থেকে মোটরসাইকেলে করে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়নের কাছে যাওয়ার উদ্দেশে রওনা হন জিম। পথে নিয়ামতনগর (লালবাজার) এলাকা থেকে তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদেককে তার সঙ্গে নেন। এরপর থেকে তারা দু’জনেই নিখোঁজ।

মাইদুল ইসলাম প্রিন্সের ভাই নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম নয়ন জানান, মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নলডাঙ্গা রেলগেট থেকে সাদা পোশাকে আসা কয়েকজন নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মাইদুল ইসলাম প্রিন্সকে মোটরসাইকেলসহ তুলে নিয়ে যায়। এরপর থেকে মাইদুলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ শফিউল ইসলাম শাপলার বাবা আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নলডাঙ্গার কাচারী বাজার এলাকা থেকে একই ভাবে তুলে নিয়ে যাওয়া হয় শফিউলকে।

এদিকে, নিখোঁজ সাদেকুল ইসলাম সাদেকের বোন শিমু আকতার জানান, সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর নিয়ামতনগরে (লালবাজার) যান সাদেকুল। এরপর থেকে তিনিও নিখোঁজ।

সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব জানান, ৩১ ডিসেম্বর আততায়ীর গুলিতে সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হন। এরপর চার নেতার নিখোঁজ হওয়ার বিষয়টি বেশ উদ্বেগজনক। এ নিয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) রবিউল ইসলাম বলেন, নিখোঁজের ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখেছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ তাদের আটক করেনি। বিষয়টি গুরুত্বে সঙ্গে তদন্ত করে নিখোঁজদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।