ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধুপুরে শীত বস্ত্র বিতরণ করলো ইউএনও

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
মধুপুরে শীত বস্ত্র বিতরণ করলো ইউএনও মধুপুরে শীত বস্ত্র বিতরণ করলো ইউএনও

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরের প্রত্যন্ত এলাকা ঘুরে অসহায় দুস্থদের মধ্যে প্রধান মন্ত্রীর দেওয়া শীত বস্ত্র বিতরণ করেছেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত নবগঠিত বেরিবাইদ ইউনিয়নের মাগন্তিনগর, বেরিবাইদ গ্রামের ৬০/৭০টি অসহায় পরিবার চিহ্নিত করে তিনি তাদের হাতে এ শীত বস্ত্র বিতরণ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন- উপজেলা সহকারী বিআরডিবি কর্মকর্তা আজাহারুল ইসলাম, সাংবাদিক এস.এম শহীদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা জুলহাস উদ্দিন, মাগন্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান, তরুণ প্রতিনিধি মামুন প্রমুখ।

এদিকে, সকালে মহিষমারা আশ্রায়ণ কেন্দ্রের বসবাসকারি সবার মধ্যে কম্বল বিতরণ করেছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সরাহ্ সাদিয়া তাজনীন।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।