ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে গুলিবর্ষণ ও বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
নারায়ণগঞ্জে গুলিবর্ষণ ও বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে গুলিবর্ষণ ও বোমা ফাটিয়ে বিনিময় জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকান লুট করেছে ডাকাতরা। ঘটনাস্থল থেকে পুলিশ অবিস্ফোরিত অবস্থায় দু’টি ককটেল উদ্ধার করে। তবে পুলিশ গুলির ঘটনা অস্বীকার করেছে সাংবাদিকদের কাছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়ার বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।  

বিনিময় জুয়েলার্সের কর্মচারীরা জানায়, ডাকাতি শেষে কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও বোমা ফাটিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

এতে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ডাকাতদের মধ্যে ৪ থেকে ৫ জন মুখোশ পড়া অবস্থায় ছিল।  

এলাকাবাসী জানায়, মাগরিবের নামাজ চলাকালীন ১০/১২ জনের একদল ডাকাত হানা দেয় দোকানটিতে। এ সময় ডাকাতরা ঐ দোকানের সামনে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণসহ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।  

পরে ডাকাতরা অস্ত্রের মুখে দোকানের কর্মচারী অধীর, অর্জুন, মনব, পবিত্র ও সুদীপকে জিম্মি করে দোকানের আলমারি ভেঙে স্বর্ণালংকারগুলো লুট করে। ডাকাতি শেষে তারা দ্রুত পাশের গলি দিয়ে সটকে পড়ে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।  

বিনিময় জুয়েলার্সের মালিক কার্তিক চন্দ্র দাশ বাংলানিউজকে জানান, ডাকিতির ঘটনায় তার দোকান থেকে ঠিক কি পরিমাণ স্বর্ণ লুট হয়েছে হিসাব না করে এ মুহূর্তে তা বলা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় কয়েকজন ডাকাত বিনিময় জুয়েলার্সে এ হামলা চালিয়েছে। এ দোকানে তেমন স্বর্ণ মজুদ থাকে না উল্লেখ করে তিনি বলেন, তারা অর্ডার নিয়ে ঢাকা থেকে কাজ করিয়ে থাকেন। গুলিবর্ষণের কথা তার জানা নেই বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭ 
এসআরএস/‍আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।