ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের মাসহ ৩ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
চাঁদপুরে বাল্যবিয়ের আয়োজন করায় কনের মাসহ ৩ জনের জরিমানা

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামে বাল্যবিয়ের আয়োজন করায় কনের মা, চাচাতো ভাই ও বরের বড় ভাইকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান এ জরিমানা করেন।

অর্থদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- কনের মা পারভীন বেগম, চাচাতো ভাই মো. আলম ও বরের বড় ভাই মো. শাহজাহান খন্দকার।

বালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আট নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বুধবার (১১ জানুয়ারি) থেকেই গায়ে হলুদসহ বিয়ের আয়োজন চলছিল। ইউনিয়ন পরিষদ থেকে বাল্যবিয়ে না দেওয়ার জন্য বলা হলেও কনের পরিবার তা শোনেনি। পরে রাতে ইউএনও এসে বর মিজান খন্দকারের অভিভাবক ও কনে রীপা আক্তারের পরিবারের সদস্যদের তার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। বৃহস্পতিবার বিকেলে তারা ইউএনও কার্যালয়ে উপস্থিত হন। এসময় বাল্যবিয়ের আয়োজন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ জরিমানা করা হয়।

বালিয়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কুদ্দুছ রোকন বাংলানিউজকে জানান, জন্মসনদ অনুযায়ী কনের বয়স ১৭ বছর ২ মাস। সে স্থানীয় ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেবে।

ইউএনও উদয়ন দেওয়ান বাংলানিউজকে জানান, চাঁদপুর জেলা প্রশাসন বাল্যবিয়ে প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে। কনের মা, চাচাতো ভাই ও বরের বড় ভাইকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।