ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
বিশ্ব ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু

গাজীপুর: টঙ্গীর তুরাগতীরে  বিশ্ব ইজতেমায় যোগ দেওয়া তিন মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) তারা মারা যান। এরা হলেন সাথিয়ারা সদর উপজেলার খেজুরডাঙ্গা এলাকার আব্দুস সাত্তার (৬৫), টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নিজবন্নী এলাকার জানু ফকির (৬৮) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার মারুয়া এলাকার ফজলুল হক (৬০)।

বিশ্ব ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই তিন মুসল্লি বিশ্ব ইজতেমা ময়দানে অসুস্থ্ হয়ে পড়লে তাদের হাতপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টঙ্গী সরকারী হাসপাতালের চিকিৎসক মামুন অর রশিদ জানান, বৃহস্পতিবার বিকেলে ৪টার দিকে আব্দুস সাত্তার ও সন্ধ্যা ৬টার দিকে জানু ফকিরকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।

এর আগে সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মারুয়া এলাকার ফজলুল হককেও (৬০) মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আরএস/বিএসকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।