বিশ্ব ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই তিন মুসল্লি বিশ্ব ইজতেমা ময়দানে অসুস্থ্ হয়ে পড়লে তাদের হাতপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
টঙ্গী সরকারী হাসপাতালের চিকিৎসক মামুন অর রশিদ জানান, বৃহস্পতিবার বিকেলে ৪টার দিকে আব্দুস সাত্তার ও সন্ধ্যা ৬টার দিকে জানু ফকিরকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।
এর আগে সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মারুয়া এলাকার ফজলুল হককেও (৬০) মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আরএস/বিএসকে/জেএম