ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু‍

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
বাগেরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু‍ বাগেরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু‍

বাগেরহাট: বাগেরহাটে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ শুরু হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় শহরের স্বাধীনতা উদ্যানে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।

মেলার উদ্বোধন উপলক্ষে সকালে স্বাধীনতা উদ্যানে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। ৠালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক (ডিডিএলজি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোমিনুর রশীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।