ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
বগুড়ায় মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে বগুড়া লেখকচক্রের সভাপতি কবি ইসলাম রফিক সমাপনী দিনে আলোকচিত্র পরিদর্শন করেন।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রসায়ন বিভাগের অনার্স প্রথমবর্ষের ছাত্র কবি ও গল্পকার কবির হোসেনের মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র নিয়ে উপজেলার আড়িয়া বাজার (মাসুদ নগর) শহীদ মনিরুজ্জামান পাঠাগার চত্বরে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, কবি ইসলাম রফিক, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, সাবেক অধ্যক্ষ একিউএম আব্দুস সোবহান, অধ্যক্ষ এএইচএম শফিকুত তারিক, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম মন্টু, জেলা ছাত্রলীগ নেতা সেলিম রেজা, চলচিত্র ব্যক্তিত্ব আশিকুর রহমান আসাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা, জন প্রতিনিধিসহ অর্ধশতাধিক ব্যক্তি এই আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।

এসব ব্যক্তিরা পরিদর্শন খাতায় মন্তব্য প্রকাশ করে স্বাক্ষর করেন। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনা পৌঁছে দিতে এ আলোকচিত্র প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন।

আলোকচিত্র প্রদর্শনীর সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মাস্টার।

এর আগে ১০ জানুয়ারি (মঙ্গলবার) তিন দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এমবিএইচ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।