সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী শুক্রবার বিকেল ৪টায় রাজশাহী বরেন্দ্র সরকারি কলেজ মাঠে ওয়াইফাই সংযোগের উদ্বোধন করবেন। পরে তিনি রাজপাড়া থানার হড়গ্রাম বাজারের পাশে নবীনগর মৌজায় পদ্মার তীরে বঙ্গবন্ধু সিলিকন সিটির সড়ক বাতি স্থাপন, অভ্যন্তরীণ রাস্তা ও ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই সংযোগের উদ্বোধন করবেন।
পরদিন শনিবার (১৪ জানুয়ারি) প্রতিমন্ত্রী নাটোরের সিংড়া দমদমা স্কুল অ্যান্ড কলেজে এবং গোল-ই-আফরোজ সরকারি কলেজে ওয়াইফাই সংযোগের উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে গোল-ই-আফরোজ কলেজ মাঠে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ এবং শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করবেন।
প্রতিমন্ত্রী নবাব সিরাজ-উদ-দৌলা (এনএস) সরকারি কলেজ মাঠে ওয়াইফাই সংযোগের উদ্বোধন করে রাজশাহীর উদ্দেশে রওয়ানা দেবেন।
রাজশাহী কলেজে ওয়াইফাই সংযোগের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশে রাজশাহী বিমানবন্দর ত্যাগ করবেন।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এসএস/এটি