ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘রক্তদানে উৎসাহিত করার আহ্বান’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
‘রক্তদানে উৎসাহিত করার আহ্বান’

ঢাকা: মুমূর্ষ‍ু রোগীদের জীবন বাঁচাতে রক্ত দেওয়ার মতো কাজে মানুষকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধাপক ডা. কামরুল হাসান খান।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘কোয়‍ান্টাম ফাউন্ডেশন’ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অধাপক ডা. কামরুল হাসান খান।

তিনি বলেন, রক্তদানের মতো সুন্দর কাজের সঙ্গে আমরা সব সময় থাকি।

অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির প্রধান সমন্বয়ক মাদাম আল নাহার বোখারী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমেদ। রক্তদাতাদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সামিনা মুসতারিন।

অনুষ্ঠানে কমপক্ষে ১০ বার এবং ২৫ বার স্বেচ্ছায় রক্তদানকারী দুই শতাধিক ব্যক্তিকে সম্মাননা দেয় কোয়ান্টাম ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
আরএটি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।