ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাপা ও বেনের এসডিজিই বিষয়ক সম্মেলন শনিবার শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
বাপা ও বেনের এসডিজিই বিষয়ক সম্মেলন শনিবার শুরু বাপা ও বেনের এসডিজিই বিষয়ক সংবাদ সম্মেলন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ১৪ ও ১৫ জানয়ারি দুই দিনব্যাপী স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা ও পরিবেশ (এসডিজিই) বিষয়ক বিশেষ সম্মেলন করবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বেন)।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বাপার সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের বিশ্ব সমন্বয়কারী ড. নজরুল ইসলাম সম্মেলনে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ সম্মেলনে শতাধিক প্রবন্ধের ২৮টি সমান্তরাল সভা, দু’টি প্লেনারি ও একটি কৌশলগত সভা অনুষ্ঠিত হবে।

বাপা ও বেন ছাড়াও সহযোগী আয়োজক দেশের ১১ বিশ্ববিদ্যালয়, ৯ গবেষণা, পেশাজীবী সংগঠন ও ২৫ বেসরকারি উন্নয়ন সংগঠন অংশ নেবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত সম্মেলন চলবে।

সম্মেলনের লক্ষ্য হলো, এসডিজি ও তার সঙ্গে বাংলাদেশে পরিবেশের প্রাসঙ্গিকতা চিহ্নিত করা, এসডিজি সংশ্লিষ্ট গবেষণা ও ব্যবহারিক কাজে যুক্ত দেশীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক পরিবেশ বিশেষজ্ঞ ও আন্দোলন কর্মীদের একত্রিত করা। বাংলাদেশে এসডিজির পরিবেশ সংশ্লিষ্টতা বিষয়ে সুপারিশ প্রণয়ন করা।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এমএমফআই/ওএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।