ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
বগুড়ায় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা উদ্বোধন

বগুড়া: বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের বিজ্ঞান মনা করে গড়ে তোলার লক্ষ্যে বগুড়ায় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ একাডেমি অব সাইন্সের উদ্যোগে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফজলুল হক প্রতিযোগিতার উদ্বোধনের পর বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে প্রফেসর আনোয়ার হোসেন, রেজাউন নবী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বগুড়া শাখা ব্যবস্থাপক রেদওয়ানুল হাসান, মোহাম্মদ মতিউর রহমানসহ কলেজের বিজ্ঞান শাখার আটটি বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার সমন্বয়ক মোহাম্মদ মতিউর রহমান বাংলানিউজকে বলেন, এ প্রতিযোগিতার বিজ্ঞান বিষয়ে পড়ুয়া নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এরমধ্যে উচ্চ মাধ্যমিক থেকে রসায়ন বিষয়ের ১৭২ জন ও বিজ্ঞান শাখার অন্য শাখা থেকে ৩১৩ জন শিক্ষার্থী রয়েছে।

তিনি বলেন, দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার ব্যবস্থাও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এমবিএইচ/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।