ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টি এক্সপোতে নানা জাত ও স্বাদ বৈশিষ্ট্যের চা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
টি এক্সপোতে নানা জাত ও স্বাদ বৈশিষ্ট্যের চা রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দুই নম্বর হলে চলছে এই টি এক্সপো। ছবি: কাশেম হারুন

ঢাকা: হরেক রকম চা আছে। আরও আছে অগানিক চা। চুমুকে স্বাদ পরখ করে নিতে পারবেন। পরিচিত হতে পারবেন দেশে উৎপাদিত এবং বিদেশে রফতানি করা নানা জাত ও স্বাদ বৈশিষ্ট্যের চায়ের সঙ্গে। 

শুক্রবার (১৩ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দুই নম্বর হলে চলছে এই টি এক্সপো। শনিবার (১৪ জানুয়ারি) শেষ হবে তিনদিন ব্যাপী এক্সপোটি।

 

এক্সপোতে বাংলাদেশের চা শিল্পের অবস্থান ও প্রকৃতি, বিভিন্ন ধরনের চা এবং চা সম্পর্কিত বিভিন্ন পণ্যের প্রসার, চা বাগানের নিজস্ব সংস্কৃতি উপস্থাপন করা হচ্ছে।  

চা শিল্পের ১৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো তিন দিনব্যাপী এ চা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ১৬টি স্টল ও ৩০টি প্যাভিলিয়ন রয়েছে। দেশি-বিদেশি চা প্রেমিদের কাছে এ শিল্পকে তুলে ধরার লক্ষ্যেই এ প্রদর্শনী।

এছাড়া কয়েকটি জনপ্রিয় টি স্টল এই এক্সপোতে অংশ নিয়েছে। এসব স্টলে বাহারি স্বাদের চা কিনে পান করার সুযোগ রয়েছে।
 
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দুই নম্বর হলে চলছে এই টি এক্সপোপ্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এক্সপো চলবে। যে কেউ রেজিস্ট্রেশন করে ফ্রি এক্সপোতে অংশ নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এসএ/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।