ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
বগুড়ায় শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বগুড়ায় শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

বগুড়া: ‘স্মৃতির মিনার মোর পবিত্র, ভাষার মান সমুন্নত’ স্লোগানে বগুড়ায় শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বগুড়ার সদস্য সংগঠন আমরা ক’জন শিল্পী গোষ্ঠী ও উচ্চারণ একাডেমি।

জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভাষার মর্যাদা সমুন্নত রাখার কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ খোকন পার্কে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বগুড়ার বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক প্রফেসর মুহ্ম্মদ শহীদুল্লাহ।

এ সময় উপস্থিতি ছিলেন- জেলা কালচারাল অফিসার সাগর বসাক, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মনোয়ারুল ইসলাম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সভাপতি আব্দুস সামাদ পলাশ, উচ্চারণ একাডেমির পরিচালক অ্যাডভোকেট পলাশ খন্দকার, শিশু নাট্যদলের পরিচালক আব্দুল খালেক, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, আজিজুর রহমান তাজ, মাহবুবর রহমান মানিক, লায়ন আব্দুল মোবিন, কবি সুকুমার দাস, আব্দুল ওয়ারেজ ভুট্টু, ফৌজী আকতার পুতুল, মৌসুমী রহমান, রাফী ফকির, মোবাশ্বের আহমেদ পিংকু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এমবিএইচ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।