ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে ৪৭১ বোতল মদসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
সুনামগঞ্জে ৪৭১ বোতল মদসহ আটক ১ সুনামগঞ্জে ৪৭১ বোতল মদসহ আটক ১

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ গণেশপুর এলাকা থেকে ৪৭১ বোতল মদসহ এখলাস মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় পরিদর্শক মো. শোয়েব আহমদ চৌধুরী।

এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ৩টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় যৌথ অভিযান চালিয়ে ৪৭১ বোতল মদসহ এখলাসকে আটক করে।

আটক এখলাস ছাতক উপজেলার দক্ষিণ গণেশপুর গ্রামের মৃত বশর উদ্দিনের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, আটক মদের মধ্যে রয়েছে-ভারতীয় অফিসার্স চয়েজ ২৬২ বোতল, ম্যাকডুয়েলস (নাম্বার ওয়ান) ৮৬ বোতল, এসি ব্ল্যাক ৯৫ বোতল ও হাওয়ার্ডম বিয়ার ২৮ বোতলসহ সর্বমোট ৪৭১ বোতল।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় পরিদর্শক মো. শোয়েব আহমদ চৌধুরী বাংলানিউজকে জানান, এখলাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।