ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
খাগড়াছড়িতে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত খাগড়াছড়িতে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোগে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠানটির হলরুমে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে জেলার ১০টি স্কুল ও কলেজের ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। অলিম্পিয়াডে স্কুল এবং কলেজ পর্যায় থেকে পাঁচজন করে মোট ১০ জন উত্তীর্ণ হয়।

অলিম্পিয়াডে স্কুল শাখায় প্রথম স্থান অর্জন করেছে খাগড়াছড়ি নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের হিমেল চাকমা, দ্বিতীয় স্থান অর্জন করেছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মোনালিসা ত্রিপুরা, তৃতীয় স্থান অর্জন করেছেন নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের রাজেশ্বরি চাকমা, চতুর্থ হয়েছে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অন্বেষা চাকমা এবং পঞ্চম স্থান অর্জন করেছে খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলের আব্দুলাহ আল আরাফাত।

কলেজ শাখায় প্রথম স্থান অর্জন করেছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তাহমিরা আক্তার, দ্বিতীয় স্থান অর্জন করেছে খাগড়াছড়ি সরকারি কলেজের বায়োজিদ মাহমুদ ওয়ালিদ, তৃতীয় স্থান অর্জন করেছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কান্তম ইসলাম, চতুর্থ হয়েছে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের হিমু বিশ্বাস এবং পঞ্চম হয়েছে খাগড়াছড়ি সরকারি কলেজের মো. তারেকুল ইসলাম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন, জুলফিকুর আলী, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষক মো. রিয়াদুল হক, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের সহকারী শিক্ষক আশিষ কুমার দে প্রমুখ।

অলিম্পিয়াডে উত্তীর্ণদের সনদ ও মেডেল দেওয়া হয়। ২৪ ফেব্রুয়ারি তারা ঢাকায় জাতীয় পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।