ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শুক্রবারে বাণিজ্যমেলায় ভিড়, বিকিকিনিও বেশি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
শুক্রবারে বাণিজ্যমেলায় ভিড়, বিকিকিনিও বেশি শুক্রবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ভিড়। ছবি: দীপু মালাকার

ঢাকা:  শুক্রবার। সাপ্তাহিক ছুটি। এ দিনের অবসর হাতছাড়া করতে চান ক'জন। তাই তো বিনোদন আর কেনাকাটা একসঙ্গে করতে অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন মেলায়। তাদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে বাণিজ্যমেলা।

ছুটির দিন হওয়ায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অন্য দিনের তুলনায় ক্রেতা-দর্শনার্থীর ভিড় বেশি। শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল থেকে রাজধানী ও আশপাশের এলাকা থেকে মেলায় মানুষ আসতে থাকে।

দুপুরের পর থেকে বাণিজ্যমেলায় ভিড় বাড়তে থাকে।  
এদিন টিকেট কাউন্টারগুলোতে ছিল লম্বা লাইন। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করে মেলায় ঢুকতে হচ্ছে দর্শনার্থী-ক্রেতাদের।

প্রধান ফটকের স‍ামনের কাউন্টারে লাইনে দাঁড়িয়ে আছেন লেনিন শাহ। তিনি জানান, ‘প্রায় ১৫ মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছি। বন্ধুদের সঙ্গে এসেছি মেলা দেখতে। ’

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ভিড়মিরপুরবাসী ফরিদা পারভিন বলেন, ছুটির দিনে ছেলে মেয়েদের নিয়ে মেলায় ঘুরতে এসেছি। সঙ্গে কিছু কেনাকাটাও করবো।

এদিকে, শুক্রবার বেচাকেনাও বেড়েছে আগের দিনগুলোর তুলনায় অনেক বেশি। বিক্রেতাদের যেন কথা বলার সময় নেই। তারা ব্যস্ত ক্রেতাদের ভিড় সামলাতে। অনেক স্টলই বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) নিয়মিত কর্মীর চেয়ে বেশি কর্মী নিয়ে কাজ করেছে। তবে, মেলায় নারীদের নানা পণ্য আর এক্সসেরিজের স্টলগুলোতে বেশি ভিড় লক্ষ্য করা গেছে।

তবে, খাবার এবং পণ্যের বাড়তি মূল্য নিয়ে অভিযোগ করে ব্যাংকার রিপন হোসেন বাংলানিউজকে বলেন, মেলায় দোকানদারদের প্রতারণার শিকার হতে হচ্ছে আমাদের। বাইরে যে পণ্যের দাম ১শ টাকা ভেতরে সেগুল‍া ৩শ টাকা করে কিনতে হচ্ছে। তারপরও ভালো লাগা থেকে ঘুরতে আসা।

পারটেক্স প্লাস্টিকের করপোরেট সেলস ম্যানেজার নাজিম খান বাংলানিউজকে জানান, প্রথম শুক্রবারের তুলনায় দ্বিতীয় শুক্রবারে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা ছিল অনেক বেশি।
 
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ভিড়কেজেড’র জুয়েলারির বিক্রেতা শফিক বাংলানিউজকে বলেন, 'শুক্রবারে মেলায় আমাদের বিক্রি অন্য দিনের তুলনায় তিন গুণ বেড়ে যায়। তা ছাড়া দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় সব জুয়েলারি স্যাম্পল রাখা হয় স্টলে। ’

হোমটেক্স’র বিক্রেতা আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ‘সারা সপ্তাহ বসে থাকি শুধু শুক্রবার বিক্রি করবো বলে। ‌এদিন দর্শনার্থী বেশি থাকে। তাই বেচাকেন‍াও বেশি হয়। তবে আগের শুক্রবারে দর্শনার্থীর সংখ্যা বেশি হলেও এই শুক্রবার ক্রেতার সংখ্যা বেড়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
জেডএফ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।