ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রমিকদের মজুরি ১৬ হাজার টাকা করার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
শ্রমিকদের মজুরি ১৬ হাজার টাকা করার দাবি সর্বনিম্ন মজুরি ১৬ হাজার করার দাবিতে সমাবেশে শ্রমিক নেতারা

ঢাকা: শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৬ হাজার করার দাবি জানিয়েছে বাংলাদেশ ও এস কে গামেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি আন্দোলন।

এ সময় আশুলিয়াসহ সারাদেশ থেকে গ্রেফতার পোশাক শ্রমিকদের মুক্তির দাবিও জানান তারা।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে যৌথভাবে আয়োজিত সংহতি সামবেশ থেকে শ্রমিক নেতারা এসব দাবি জানান।

সমাবেশে বক্তারা জানান, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা থেকে উন্নীত করে ১৬ হাজার করতে হবে। একইসঙ্গে পোশাক শ্রমিক আন্দোলন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্র-চক্রান্তের স্বরূপ উন্মোচন করতে হবে।

সংহতি সমাবেশে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, মানবাধিকারকর্মী হামিদা বেগম এবং মোশরেফা মিশু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এমএফআই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।