ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উন্নত চিকিৎসার্থে সিঙ্গাপুরের পথে সাংবাদিক জিয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
উন্নত চিকিৎসার্থে সিঙ্গাপুরের পথে সাংবাদিক জিয়া জিয়া ইসলামকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। ছবি: কাশেম হারুন

ঢাকা: ৪৮ ঘণ্টা অবজারভেশন শেষে সবুজ সংকেত মিলেছে প্রথম আলোর প্রধান ফটো সাংবাদিক জিয়া ইসলামের। স্বয়ং সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের এক দল চিকিৎসক জিয়ার শারিরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।  

শুক্রবার (১৩ জানুয়ারি) পাঁচটার বসুন্ধরা অ্যাপোলো হাসপাতালে আসে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক। সিঙ্গাপুরে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে কিনা ইত্যাদি বিষয় দেখার জন্য দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা হয়।

অ্যাপোলা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের(সিসিইউ) সামনে দৈনিক প্রথম আলোর  উপসম্পাদক আনিসুল হক, আত্মীয় স্বজন, সহকর্মী ও বিভিন্ন সংবাদমাধ্যমের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সাংবাদিক জিয়া ইসলামকেঅ্যাপোলা হাসপাতাল থেকে সন্ধ্যা ছয়টার পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর নিয়ে যাওয়া হয়। বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে জিয়াকে।

সোমবার (০৯ জানুয়ারি) মধ্যরাতে পান্থপথের বসুন্ধরা শপিং মলের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন জিয়া। এ ঘটনায় মডেল ও অভিনেতা কল্যাণ কোরাইয়াকে আকটসহ তার গাড়ি জব্দ করেছে কলাবাগান থানা পুলিশক।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এমআইএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।