নদীর দু’পাড়ে অট্টালিকার আলো, সেই আলো বুড়িগঙ্গার জলে বিচ্ছুরিত হয়ে তৈরি করছে রোশনাই। নদীর ঢেউ সেই আলোকে ছড়িয়ে দিচ্ছে অতলে, করে তুলেছে মোহনীয়।
সাইরেন বাজিয়ে পন্টুন থেকে লঞ্চ ছেড়ে যাওয়ার পর অট্টালিকার আলোয় স্পষ্ট হতে থাকে নদীর জলে। এ সময় দু’পাড়ে অসংখ্য অট্টালিকার আলো উপভোগ করছিলেন লঞ্চ যাত্রীরা।
সদরঘাট থেকে পোস্তগোলা ব্রিজ পার হয়েও আলোর মুগ্ধতা টেনেছে দক্ষিণের যাত্রীদের। দেশের পর্যটনকে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ‘কুয়াকাটা মেগা বিচ কার্নিভাল’ উপলক্ষে সমুদ্রকন্যা কুয়াকাটার উদ্দেশ্যে সুরভী-৮ লঞ্চে ঢাকা থেকে যাচ্ছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তা ও সাংবাদিকরা।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ১৪-১৬ জানুয়ারি হবে এ কার্নিভাল। তিন দিনব্যাপী এ আয়োজনে থাকছে দেশি-বিদেশি পর্যটকদের নানা আয়োজন।
সৈকতে ঘুড়ি ওড়ানো, বালু ভাস্কর্য প্রদর্শনী, বলিখেলা, সার্ফিং, প্যারাসেইলিং, ফানুস ওড়ানো ও ডিজে শোসহ নানা আয়োজনে মাতোয়ারা থাকবেন পর্যটকরা, এমনটাই প্রত্যাশা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের।
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এমআইএইচ/জেডএস