দিনভর কনকনে ঠাণ্ডা বাতাস বইছে। সন্ধ্যার পর ঘন কুয়াশা রাতের ঘুমকে হারাম করে দিচ্ছে।
রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে তাদের শীত নিবারণ করতে দেখা যাচ্ছে।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, শুক্রবার রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গত রোববার (০৮ জানুয়ারি) মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যেই ওঠানামা করছে।
শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাত সাড়ে ৯টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
রাতে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় বেশি শীত অনুভূত হচ্ছে।
আর রাজশাহী অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় দিনের বেলায় সূর্য উঠলেও তার তাপ শরীরে লাগছেনা বলে জানান রাজশাহী আবহাওয়া অফিসের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
এসএস/জেডএস