ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে পুলিশ বাহিনীর নাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে পুলিশ বাহিনীর নাম বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ;ছবি-দিপু

ঢাকা: ‘হলি আর্টিজানের ঘটনার পর, কল্যাণপুর আজিমপুর, নারায়ণগঞ্জ, শোলাকিয়াতে জীবনবাজি রেখে পুলিশ যেভাবে দেশের জনগণকে রক্ষা করেছে, তাতে ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে পুলিশ বাহিনীর নাম।’ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের ৩৭ তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তোফায়েল অাহমেদ বলেন, জঙ্গি দমনে নিজেদের জীবন বাজি রেখে পুলিশ সদস্যরা শুধু নিজেদের বাহিনীর মুখ উজ্জ্বল করেনি, বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। অান্তর্জাতিক বিশ্বে সুনাম কুড়িয়েছে।

তাই তাদের নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

২০১৩ সালের হেফাজতের তাণ্ডবের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ঐ দিন হেফাজত যে বিশৃঙ্খলা শুরু করেছিল, সেটা যদি কঠোর হাতে আপনারা দমন না করতেন, তাহলে হয়তো দেশ আজ তৃতীয় কোন শক্তির হাতে চলে যেত।

এ সময় পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, পুলিশ হচ্ছে দেশের সবচেয়ে অনুগত বাহিনী, দেশের জন্য, গণতন্ত্রকে রক্ষার জন্য, নিবেদিত প্রাণ। আপনারা আমাদের প্রয়োজনীয় সুবিধা দিন, আমরা দেশকে, জনগণকে নিরাপত্তা দেব।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অারো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।