বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে হাতীবান্ধা উপজেলার পশ্চিম সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অভিভাবকরা জানান, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মঙ্গলবার চতুর্থ শ্রেণির প্রতিবন্ধী শিক্ষার্থী আশা মনিকে মারধর করেন।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে বিক্ষুব্ধ অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে মিজানুর রহমানকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে হাতীবান্ধা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এসে বিচারের আশ্বাস দিলে অভিভাবকরা চলে যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা সুলতানা বাংলানিউজকে জানান, বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাকে জানানো হলে তিনি আলোচনা করে বিষয়টি সমাধান করেন।
হাতীবান্ধা উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ জানান, ওই শিক্ষক ভুল স্বীকার করে অভিভাবকদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসআই