ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাজশাহী যাচ্ছেন শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, জানুয়ারি ২৬, ২০১৭
বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাজশাহী যাচ্ছেন শুক্রবার

রাজশাহী: একদিনের সফরে শুক্রবার (২৭ জানুয়ারি) রাজশাহীর বাগমারা উপজেলায় আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ওইদিন সকালে বাগমারা ভবানীগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স পরিদর্শন করবেন।

দুপুরে তিনি উপজেলার হাটগাঙ্গোপাড়া স্কুল মাঠে বিদ্যুৎ গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সেখানে হাটগাঙ্গোপাড়া ১০ মেগাওয়াট বিদ্যুৎ সাব স্টেশনের উদ্বোধন করবেন। একই দিন বিকেলে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।