ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়পুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
রায়পুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে একটি বেকারি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও প্রতারণার দায়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোতাছেম বিল্লাহ এ জরিমানা করেন।

র্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি কল্লোল কুমার দত্ত বাংলানিউকে জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও প্রতারণার দায়ে রায়পুর বাজারের স্কোয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১০ হাজার টাকা, ফিজিওথেরাপি সেন্টারে ১০ হাজার টাকা, লাইফ কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে ১০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে রাখালিয়া বাজারের সৌদিয়া বেকারি মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।