ধর্ম মন্ত্রণালয়ের লোগো
ঢাকা: হজ তথ্য ভাণ্ডারে হজযাত্রীদের তথ্য না থাকার দায়ে ৫৭টি হজ এজেন্সিকে ১ কোটি ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আরও ২৭টি হজ এজেন্সিকে ২ কোটি ছয় লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোট ৮৪টি হজ এজেন্সিকে প্রায় ৩ কোটি ৯৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এসব অভিযোগে অভিযুক্ত ২১টি হজ এজেন্সিকে সতর্ক করে বাকি ৮১টি এজেন্সিকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দু’টি আদেশ জারি করে ধর্ম মন্ত্রণালয়।
তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৫৭টি হজ এজেন্সিকে আর্থিক জরিমানা করা হয়।
২০১৬ সালের হজ মৌসুমে ৭৫১ জন ভিসাপ্রাপ্ত হাজির তথ্য হজ তথ্যভাণ্ডারে না পাওয়ার এ বিষয়ে ১১৩টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছিলো।
জরিমানার অর্থ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে। চালানের মূল কপিসহ ধর্ম মন্ত্রণালয়কে জানাতে সাজাপ্রাপ্ত হজ এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এমএন/ওএইচ/টিআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।