ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দৌলতপুরে ট্রলির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, ফেব্রুয়ারি ২১, ২০১৭
দৌলতপুরে ট্রলির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ট্রলির ধাক্কায় জামসেদ আলী (৪২) নামে বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ বাজারে এ দুর্ঘটনা ঘটে। জামসেদ আলী উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর টলটলিপাড়ার আরজেত মণ্ডলের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, দুপুরে পুরাতন কাগজপত্র কিনে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জামসেদ আলী। পথে হোসেনাবাদ বাজরে এলে ইট বোঝাই একটি ট্রলি পেছন থেকে বাইসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে তিনি রাস্তায় পড়ে গেলে ওই ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।