ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আশুলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত আশুলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত/ছবি: বাংলানিউজ

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার গৌরিপুর এলাকায় স্কুল মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ হায়াৎ।

আদেল মোহাম্মদ হায়াৎ বলেন, বর্তমান বিশ্বে সবাই কুটনৈতিক, অর্থনৈতিক সর্ম্পকের কথা বলে, উন্নতির কথা বলে। কিন্তু সবাই মানবতার কথা ভুলে যায়। কুয়েত সবসময় সব দেশের মানবতার কল্যাণে কাজ করে। বাংলাদেশের সার্বিক কল্যাণ ও সহযোগিতায় কুয়েত পাশে রয়েছে। শেষে স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব-উদ্দিন মাদবর, সোসাইটি অব সোস্যাল রিফম হাইস্কুলের মহাপরিচালক ড. সাঈদ সাব্বির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরআইএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।