ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

গাজীপুরে বসতবাড়ির আগুনে ১০ লাখ টাকার ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৫২, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
গাজীপুরে বসতবাড়ির আগুনে ১০ লাখ টাকার ক্ষতি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের খাইলকৈর এলাকায় একটি টিসশেড বাড়িতে আগুন লেগে ১০টি ঘর পুড়ে গেছে। আগুনে ঘর ও আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, খাইলকৈর এলাকার নূরুল আমিনের টিনশেডের বাসা বাড়িতে আগুন লাগে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই বাড়ির ১০টি কক্ষ ও আসবাবপত্র পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭।
আরএস/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ