ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আশুলিয়া, সাভার: আশুলিয়ার নবীনগরে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে পুলিশ লাইনের ৩০০ বস্তা আটা বোঝাই ট্রাক ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।
ওই ট্রাকের চালক আসাদুলের দাবি, বুধবার (২২ নভেম্বর) রাতে নাটোর থেকে কাঁচামাল নিয়ে ঢাকার পোস্তগোলা আসি।
পণ্য খালাস শেষে এক ব্যক্তির মাধ্যমে পাবনা পুলিশ লাইনের জন্য ৩০০ বস্তা আটা নেওয়ার চুক্তি হয়। পরে রাত ২টার দিকে পোস্তগোলা আটার গোডাউন থেকে ৩০০ বস্তা আটা নিয়ে পাবনার উদ্দেশে রওনা হই। পথে নবীনগর এলে তিন চাকার একটি যানবাহন (মাহিন্দ্রা) নিয়ে সাত দুর্বৃত্ত ট্রাকটির সামনে ব্যারিকেড দেয়। পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে আমার ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকটি আশুলিয়ার দিকে নিয়ে যায়। আশুলিয়ার মরাগাং এলাকায় পৌঁছালে তারা আমাদের রাস্তার পাশে ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে।
তবে এ ব্যাপারে আশুলিয়া থানা পুলিশ কিছু জানে না বলে জানিয়েছে।
এদিকে, পাবনা পুলিশ লাইনের কর্মকর্তা রেজাউল বাংলানিউজকে জানান, ঢাকা থেকে তাদের ৩০০ বস্তা আটা আসার কথা রয়েছে। তবে এখন ট্রাকটি কি হয়েছে তা জানেন না।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
আরবি/এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।