বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১০টা থেকে শুরু করে বিকেল নাগাদ র্যাব হেডকোয়ার্টারের আইন কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্টরা জানান, অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ পরীক্ষণ সামগ্রী, অস্বাস্থ্যকর পরিবেশ ও যথাযথ বিধি না মানায় শহরের শুভেচ্ছা ক্লিনিকের ৫ লাখ, আস্থা ক্লিনিকের ২ লাখ, সিটি ক্লিনিকের ৩ লাখ ও ফাতেমা ফার্মেসির ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে একই কারখানা থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
এসময় র্যাব-১২ ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশ অধিদফতর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বিএসটিআই’র কর্মকর্তা ও বগুড়া পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এমবিএইচ/আরআর