বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য (এমপি) ফজলে হোসেন বাদশা এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যোগ্যতা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে দেশের বিভিন্ন কলেজ জাতীয়করণের নির্দেশনা দেন।
‘কিন্তু গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রাজশাহীর এএইচএম কামারুজ্জামান কলেজ এখনও জাতীয়করণ হয়নি। মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার কলেজ আত্মীকরণে বাধা দিচ্ছে। এ সংক্রান্ত যে আইন আছে, তা অনুসরণ করলেও তিনদিনের মধ্যে আত্মীকরণ সম্ভব। ’
এমপি বাদশা বলেন, দামি-দামি নয়-এমন অনেক কলেজকেও আদালতের নির্দেশে আত্মীকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে ওই দুই কলেজকেও দ্রুত আত্মীকরণের দাবি জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এসএম/এসকে/এমএ