ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ভেলা বাইচ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
বাগেরহাটে ভেলা বাইচ ভেলা বাইচ। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: মাদকমুক্ত সমাজ ও গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে বাগেরহাটে কলাগাছের ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনার একটি লেকে এ বাইচ অনুষ্ঠিত হয়।

‘খানজাহান ক্যাটার্স রক্তদান গ্রুপ ও ভাই ভাই সততা সংঘ’ এ বাইচের আয়োজন করে।

জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১০টি ভেলা বাইচ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাটি প্রায় দুই হাজার দর্শক উপভোগ করেন। এর আগে বাঁশে বসে বালিশ খেলা ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ভেলা বাইচ দেখতে আসা দর্শকরা বলেন, আমরা নৌকা বাইচ দেখেছি। কিন্তু ভেলা বাইচ কখনও দেখেনি। আজকের এ বাইচ দেখে আনন্দ লেগেছে। এ ঐতিহ্য ধরে রাখতে আমরা আয়োজকদের প্রতি অনুরোধ রাখছি।
 
ভেলা ভাইচ প্রতিযোগিতায় বাপ্পী শেখ প্রথম ও সবুজ শেখ দ্বিতীয় স্থান অর্জন করেন।
 
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু। এসময় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।