ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ভুয়া ডাক্তারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
কুষ্টিয়ায় ভুয়া ডাক্তারকে জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় মাহবুব আফাজ নামে এক ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ এ জরিমানা করেন।

সোহেল মারুফ বাংলানিউজকে জানান, ভেড়ামারা শহরে বিভা ফার্মেসিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এসময় কাগজপত্র না থাকা এবং ডাক্তার না হয়েও প্রেসক্রিপশন লেখা ও ডাক্তার পরিচয় দেওয়ার অপরাধে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া ওষুধের দোকানের লাইসেন্সের মেয়াদ না থাকায় আরো তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।