ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অভিজ্ঞ সিভিল সার্জনকে কারাদণ্ড দেয়া সমীচীন হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
অভিজ্ঞ সিভিল সার্জনকে কারাদণ্ড দেয়া সমীচীন হয়নি স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম

গাজীপুর: লক্ষ্মীপুরে ‘তাৎক্ষণিক ঘটনায়’ অভিজ্ঞ একজন সাবেক সিভিল সার্জনকে কারাদণ্ড দেওয়াটা সমীচীন হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

তিনি বলেন, এ ঘটনা শোনার পর আইনমন্ত্রীকে বলেছি, যেন তাকে দ্রুত ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। আমি আসা করছি, আজকের মধ্যে (মঙ্গলবার ০৫ ডিসেম্বর) তাকে ছেড়ে দেয়া হবে এবং এ পরিস্থির সমাপ্তি ঘটবে।

 

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ১০ দিনব্যাপী বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ক্যাম্প সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিরদিনই জনগণের জন্য, দরিদ্র মানুষের জন্য আন্তরিকতা, মায়ের মমতা নিয়ে, চিকিৎসা দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছেন তারই অংশ হিসেবে এ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে।  

২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই বার্ন এবং প্লাস্টিক সার্জারি ক্যাম্প চলছিল। যেখানে আজকে পর্যন্ত ৮০ জন রোগীকে আউটডোরে দেখা হয়েছে এবং ৩৪ জনকে বিনামূল্যে সার্জারি করা হয়েছে।  

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সামান্তলাল সেন, প্রফেসার আবুল কালাম, গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মঞ্জুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন, বিদেশী কয়েকজন চিকিৎসক, হাসপতালের সিনিয়র চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭    
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।