ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ-ওষুধ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
রোহিঙ্গাদের মাঝে ত্রাণ-ওষুধ বিতরণ

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালং আর্মি ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে ফার্মিক ল্যাবরেটরিজ লিমিটেডে পক্ষ থেকে ত্রাণ ও ওষুধ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে এসব বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এসএম শফিউজ্জামান খোকন, ফার্মিক ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমদ রবিন ইস্পাহানি প্রমুখ।

মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, সরকার পরিচালিত মেডিকেল ক্যাম্পগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ১ কোটি ৩২ লাখ ৬০ হাজার জীবন রক্ষাকারী সব ধরনের ওষুধ সামগ্রী সিভিল সার্জন অফিসে সরবরাহ করা হয়েছে। এছাড়া রোহিঙ্গাদের চিকিৎসা সেবায় মেডিকেল ক্যাম্প সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ওষুধ শিল্প সমিতি সহায়তা দিচ্ছে।  

নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, চিড়া ইত্যাদির ১ হাজার প্যাকেট খাবার সামগ্রী এবং দেড় মেট্রিকটন চাল রোহিঙ্গাদের মাঝে বিতরণ করতে সেনাবাহিনীর কাছে সরবরাহ করা হয়েছে বলেও জানান মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
টিটি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।