ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চান্দিনায় চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
চান্দিনায় চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুমিল্লা: চাঁদাবাজি মামলায় কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আওলাদ হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার শ্রীমন্তপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আওলাদ হোসেন উপজেলার শ্রীমন্তপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।

তিনি বরকইট ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, শ্রীমন্তপুর বাজারের মোটরসাইকেল মিস্ত্রি শাহজাহান বুধবার (২৯ নভেম্বর) বিজ্ঞ আদালতে ইউপি মেম্বার আওলাদ হোসেন, পৌর কাউন্সিলর সুরুজ ভূঁইয়া ও উপজেলা যুবলীগ আহ্বায়ক জহিরুল ইসলাম মুন্সিকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এরপর থেকে মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে চান্দিনায় পৃথক পৃথক মানববন্ধন ও প্রতিবাদ-সভা করে আসছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সহকারী পুলিশ সুপার (দাউকান্দি সার্কেল) মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করতে আসলে ঘটনাস্থল হাজির হয় ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন। এ সময় তাকে গ্রেফতার করে পুলিশ।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, 'আসামি আওলাদ হোসেনকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন'।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।