মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবের কনভেনশন সেন্টারে জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও নিট গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএয়ের ব্যবস্থাপনায় এ দোয়া-স্মরণসভা অনুষ্ঠিত হয়।
দোয়া আগে স্মৃতিচারণ বক্তব্যে এফবিসিসিআইএর ভারপ্রাপ্ত সভাপতি বজলুল রহমান বলেন, ‘আনিসুল হক আমাদের ছেড়ে চলে গেলেও সহজে আমরা তাকে ভুলতে পারবো না।
বিকেএমইএর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেন, তিনি মানুষের অন্তরেই থাকবেন। যখনই আমাদের মধ্যে দেখা হতো তখনই আমরা একে অপরকে গুরু বলে ডাকতাম। আর সভা সমাবেশের মঞ্চে নাম ধরে ডাকতাম।
এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী বলেন, ‘ তিনি ব্যবসায়ীদের উপকার করতেন। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি কোনো আপোষ করেননি। গণমানুষের ক্ষতি হোক এমন কোনো কাজ করেনি তিনি। ’
নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলী, এফবিসিসিআইয়ের পরিচালক আব্দুল মোতালেব, এফবিসিসিআইয়ের পরিচালক ও ব্রাহ্মণবাড়ীয়া চেম্বারের সভাপতি আজিজুল হক, এফবিসিসিআইয়ের পরিচালক শফিক ভরসা, বিকেএমইএ’র সাবেক সভাপতি মঞ্জুরুল হক, বিকেএমইএ’র পরিচালক ছিদ্দিকুর রহমান, বিকেএমইএর সাবেক সহ সভাপতি (অর্থ) জিএম ফারুক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
এএটি