মঙ্গলবার (৫ ডিসেম্বর)রংপুর স্টেডিয়ামে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ রংপুর সাব চ্যাপ্টার আয়োজিত নব গঠিত কমিটির আত্মপ্রকাশ, কর্মকর্তাদের অভিষেক ও ইয়াং এ্যথলেট ট্রেনিং প্রোগাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ এসব কথা বলেন।
রংপুরের বিভাগীয় কমিশনার বলেন, ‘এক সময় প্রতিবন্ধী জনগণকে পরিবার ও সমাজের বোঝা মনে করলেও এখন সে ধারনা ভুল প্রমাণিত হয়েছে।
রংপুরের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, স্পেশাল অলিম্পিক বাংলাদেশের জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম, রংপুর বিভাগীয় সমাজসেবা অধিদফতরের পরিচালক পারভীন মেহতাব, বিশিষ্ট শিল্পপতি ও মোতাহার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্পেশাল অলিম্পিক বাংলাদেশ রংপুর চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ও সুইড বাংলাদেশে যুগ্ম মহাসচিব সাংবাদিক সুশান্ত ভৌমিক প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের সাত শতাধিক শিক্ষক-শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
এএটি